সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন বিয়ানীবাজারের জুবের আহমদ। তিনি বিয়ানীবাজার উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজনা গ্রামে।
বুধবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
জুবের আহমদ বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ নতুন একটি বাংলাদেশ ফিরে পেয়েছে। এ দেশের মানুষ স্বৈরাচার থেকে এখন পরিত্রাণ পেয়েছে। তিনি সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদটি শেয়ার করুন।