প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে সিএনজি অটোরিক্সা-২০৯৭ শাখার নতুন কমিটির অভিষেক

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৫:৪০ অপরাহ্ণ

 

সংবাদ বিজ্ঞপ্তি:

সিলেট জেলা অটো টেম্পু-অটোরিক্সা চালক শ্রমিক জোট-২০৯৭ উত্তর বিয়ানীবাজার শাখার নতুন আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে নতুন কমিটির নেতৃবৃন্দ শপথ বাক্য পাঠ করে দায়িত্বগ্রহণ করেন।

 

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ও বিয়ানীবাজার পৌরশহর ব্যবসায়ী সংকট নিরসন কমিটির সদস্য সচিব নজরুল হোসেন বলেন, পরিবহণ শ্রমিকরা বঞ্চনার শিকার। তাদের রক্তে-ঘামে অনেকেই কোটিপতি হলেও শ্রমিকদের দিনবদলের সুযোগ নেই। তিনি বলেন, বৈষম্যের দিন শেষ, সর্বত্র সংস্কারের ছোঁয়া লেগেছে। সেই সংস্কার পরিবহণ সেক্টরেও শুরু হয়েছে। এর ধারাবাহিকতা বিয়ানীবাজারেও বহমান। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন।

 

সংগঠনের নবনির্বাচিত আহবায়ক হুমায়ুন কবীর আকিলের সভাপতিত্বে এবং ক্রীড়া সংগঠক মারুফ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম ও রাজনৈতিক সংগঠক নজরুল ইসলাম।

 

অভিষেক ও শপথ অনুষ্টানে সিলেট জেলা অটো টেম্পু-অটোরিক্সা চালক শ্রমিক জোট-২০৯৭ উত্তর বিয়ানীবাজার শাখার আহবায়ক হিসেবে হুমায়ুন কবির আকিল, যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, জামাল উদ্দিন জেবুল, আনোয়ার হোসেন ও আব্দুল মুকিত, সদস্য সচিব রাসেল আহমদ, যুগ্ম সচিব কয়েছ আহমদ, নির্বাহী সদস্য আব্দুল বাছিত, রমিজ উদ্দিন, ইউসুফ আলী, আলতাফ হোসেন ও সদস্য হিসেবে জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন, সরফ উদ্দিন, রুবেল আহমদ, আমিনুল ইসলাম, সুফিয়ান আহমদ, আনোয়ার হোসেন, জয়নাল আহমদ, খয়রুল ইসলাম, রাজু ও জুমন আহমদকে পরিচয় করিয়ে দেয়া হয়।

 

 

 

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.