প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে বিজিবির অভিযানে চিনি ও চায়ের বড় চালান আটক

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১২:৫৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেটে বিজিবির অভিযানে প্রায় পৌণে এক কোটি টাকার ভারতীয় চিনি ও চা পাতা জব্দ করা হয়েছে। সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা চিনি ও চা পাতার বড় এই চালান জব্দ করে বিজিবি।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৩ হাজার ৫৫০ কেজি চিনি ও ১ হাজার ৫৪৮ কেজি চা পাতা।

জব্দকৃত চিনি ও চা পাতার বাজার মূল্য প্রায় ৭৪ লাখ ৬১ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান পিএসসি জানিয়েছেন, চোরাচালানবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.