স্টাফ রিপোর্টার:
সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ এমসি একাডেমির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিয়া বেগম (৬০) বিয়ানীবাজার উপজেলার ছরিয়া গ্রামের মজির উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, বড় মেয়ে তানজিনা আক্তারের বাসা থেকে ছোট মেয়ে হেলেন বেগমের বাসায় যাওয়ার জন্য তিনি সড়ক পার হচ্ছিলেন। এসময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কারের ধাক্কায় রফিয়া বেগম গুরুতর আহত হলে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের।
সংবাদটি শেয়ার করুন।