হবিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের হবিগঞ্জের হত্যা মামলার এক পলাতক আসামিকে কুমিল্লার ময়নামতি থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শিপন মিয়া (৩০) নামের ঐ আসামি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের আহাদ মিয়ার ছেলে।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) র্যাব-৯ এর মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
মিডিয়া উইং জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে ২৪ সেপ্টেম্বর রাত নয়টার দিকে কুমিল্লার বুড়িচং এলাকায় অভিযান পরিচালনা করে শিপনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামীকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।