স্পোর্টস ডেস্ক:
রিয়াল মাদ্রিদের জার্সিতে সময়টা দারুণ কাটছে ভিনিসিয়ুস জুনিয়রের। সবশেষ মৌসুমেও রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বাদ নিয়েছেন। তিনি নিজেও আছেন ব্যালন ডি’অর জয়ীর সম্ভাব্য দৌড়ে। অথচ, একই মানুষ পুরোপুরি বদলে যান ব্রাজিলের জার্সিতে। রিয়ালে পারফরম্যান্সে উজ্জ্বল ভিনি বরাবরই ব্রাজিলের জার্সিতে থেকেছেন ম্লান। এমনটির কারণ কি?
সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হারের পর ফের প্রশ্ন উঠেছে ব্রাজিল দলে ভিনির অবদান নিয়ে। এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন ব্রাজিলের সঙ্গে রিয়ালের পার্থক্যটা আসলে ঠিক কোথায়।
রিয়ালের ভিনি কেন ব্যর্থ জাতীয় দলে? এর জবাবে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ আলাদা (রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের খেলা)। ইউরোপে খেলাগুলো আলাদা, বল একপাশে থেকে অন্য দিকে দ্রুত যায়… আমাদের জানতে হবে কীভাবে মানিয়ে নিতে হবে যাতে সবাই ভালো খেলে আমরা ম্যাচ জিততে পারি।’
ভিনি আরও বলেন, ‘আমরা জানি কেমন পরিস্থিতিতে আছি আমরা। যেকোনো মূল্যে ব্রাজিলকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে চাই। আমাদের সবাইকে বাড়িতে যেতে হবে এবং ভাবতে হবে কিভাবে ভালো খেলা যায়। আমরা এখানে পয়েন্ট হারাতে আসতে পারি না। আমাদের অবশ্যই সমস্ত সমালোচনাকে মেনে নিতে হবে এবং ব্রাজিলকে শীর্ষে রাখতে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে হবে।’
সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় ক্ষমা চেয়ে ভিনি বলেন, ‘আমরা সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী, যারা সবসময় আমাদের পাশে থাকে। তবে এটি কঠিন সময়, আমরা কেবল উন্নতি করতে চাই… আমি আমার সম্ভাবনা জানি, আমি জানি আমি জাতীয় দলের জন্য কী করতে পারি। যখন আমি ভালো খেলতে পারব তখন অন্য সবাইকে স্বস্তি দিতে পারব। আমি আমার দায়িত্ব জানি, যত দ্রুত সম্ভব উন্নতি করতে চাই।’
সংবাদটি শেয়ার করুন।