প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মেসি-সুয়ারেজের গতিবিধি বুঝতে পারছেন না গ্রিজম্যান

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০১৯, ১০:১৭ পূর্বাহ্ণ
মেসি-সুয়ারেজের গতিবিধি বুঝতে পারছেন না গ্রিজম্যান

গেল গ্রীষ্মে ১২০ মিলিয়ন ইউরোতে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমান আঁতোয়া গ্রিজম্যান। বেশ কিছুদিন হয়ে গেলেও এখনো সতীর্থ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও উসমানে ডেম্বেলের গতিবিধি বুঝতে পারছেন না তিনি। খোদ নিজ মুখেই তা স্বীকার করেছেন ফরাসি ফরোয়ার্ড।

ফ্রেঞ্চ সংবাদমাধ্যম রেডিও মন্টেকার্লোকে দেয়া সাক্ষাৎকারে গ্রিজম্যান বলেন, আমি এখনো বুঝতে পারিনি, ক্যাম্প ন্যুতে আমার আক্রমণের সতীর্থরা কী করে, কীভাবে তাদের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো করা যায়।

তিনি বলেন,খেলার মাঠে আমি মেসি, সুয়ারেজ, ডেম্বেলের গতিবিধি এখনো বুঝতে পারছি না। মাঝে মধ্যে এটা কঠিন হয়ে যায়, কীভাবে তাদের পাস-ক্রস দেব। এমনকি কীভাবে শুট করব। ফলে প্রায়শই ভুল হয়।

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বার্সা। এ লড়াইয়ে জিতলেই দ্বিতীয় রাউন্ডের নাম লেখাবে তারা। এর আগে ‘ফ্যাবুলাস ফোরের’ মধ্যে যত বোঝাপড়া গড়ে উঠবে, ততই কাতালানদের জন্য মঙ্গল।