প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভাতালিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় জিডি

admin
প্রকাশিত ডিসেম্বর ২, ২০১৯, ০৭:০২ পূর্বাহ্ণ
ভাতালিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় জিডি

সিলেট নগরীর ভাতালিয়া অগ্নিকান্ডের ঘটনায় সাধারণ ডায়রী করেছেন ভাতালিয়া এলাকার বাসিন্দা জাহেদ আহমদ।

গত ৩০ নভেম্বর সিলেট কোতোয়ালী মডেল থানায় তিনি এ ডায়রী করেন। যার নং- ২৫৪২।

জাহেদ আহমদ ৭৬ ভাতালিয়া আবাসিক এলাকার মৃত ছনই মিয়ার পুত্র।

সাধারণ ডায়রীতে তিনি উলে­খ করেন, গত ২৯ নভেম্বর শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটের সময় তার ভাতালিয়াস্থ বাসায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক দল ঘন্টাব্যাপী চেষ্টা করে স্থানীয় জনসাধারণকে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি উলে­খ করেন, এই অগ্নিকান্ডের কারণে আমার ও আমার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র, প্রয়োজনীয় কাগজপত্র সহ অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ স্থানীয় কাউন্সিলও অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন।