প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজার পৌরসভা পরিচালনায় প্রশাসকের সাথে আরোও যারা আছেন

editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৪, ০৫:৫১ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার:

 

বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সারাদেশের সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র-কাউন্সিলারদের অপসারণ করেছে। দুই দফায় সর্বশেষ গত সপ্তাহে কাউন্সিলারদের অপসারণ করে সিটি কর্পোরেশন ও পৌরসভা পরিচালনায় প্রশাসকদের সাথে সহায়তা করতে একটি কমিটিও গঠন করে দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রনালয়।

সরকারি নির্দেশনা অনুযায়ী বিয়ানীবাজার পৌরসভা পরিচালনায় প্রশাসক হিসেবে ইউএনও দায়িত্ব পালন করবেন। এছাড়াও সদস্য হিসেবে উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও সহকারি কৃষি কর্মকর্তা/উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রশাসককে পৌরসভায় পরিচালনায় সহায়তা করবেন। কমিটির সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ বাবদ সম্মানীভাতা প্রাপ্ত হবেন।

 

তবে এই পরিষদের মাধ্যমে কিভাবে উত্তরাধিকার সনদ, সামাজিক বিরোধ মীমাংসা, বিয়ে সংক্রান্ত বিভিন্ন সমঝোতার উদ্যোগ নেয়া হবে, তা নিয়েও এখনো কোন স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি।

 

এদিকে বিয়ানীবাজার পৌরসভায় বিগত সময়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে। দীর্ঘদিন চাকুরী করা এসব বাদ পড়া কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.