স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরে অন্যায়-অযৌক্তিক কারণে অবরোধ করেছেন ব্যবসায়ী-শ্রমিকরা। মঙ্গলবার বিকেলে বন্দর এলাকার ভিতরে প্রবেশ করে তারা বিক্ষোভ করেন। এ সময় প্রায় ঘন্টাব্যাপী পণ্য আমদানী-রফতানি বন্ধ ছিল।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ভারতীয় কয়লা বোঝাই প্রতিটি ট্রাকে অতিরিক্ত ৩ টন পণ্য আমদানী করা হয়। এই অতিরিক্ত পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করান অসাধু কয়লা ব্যবসায়ীরা। এতে কাস্টমসের কিছু অসৎ কর্মচারীও জড়িত। অতিরিক্ত পণ্যের সরকার নির্ধারিত শুল্ক ভাগ-বাটায়োরা করে নেন ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা। এতে রাজস্ব বঞ্চিত হতো সরকার। কিন্তু সম্প্রতি নতুন সহকারি কাস্টমস কমিশনার মো: সোহানুর রহমান যোগদানের পর তিনি পুরনো দূর্নীতি বন্ধ করার উদ্যোগ নেন। তিনি অতিরিক্ত পন্যের শুল্ক না দিলে পণ্য খালাস বন্ধ করার ঘোষনা দেন। এ নিয়ে শেওলা স্থলবন্দরের ব্যবসায়ীরা বুধবার শ্রমিকদের লেলিয়ে দিয়ে বন্দর এলাকায় অবরোধ-বিক্ষোভ করান। ব্যবসায়ী-শ্রমিকদের অবরোধ চলাকালে বন্দরের সহকারি কমিশনার অবরুদ্ধ হয়ে পড়েন।
শেওলা স্থলবন্দরের সহকারি কাস্টমস কমিশনার মো: সোহানুর রহমান জানান, শুল্ক ফাঁকি দিতে না পেরে ব্যবসায়ীরা শ্রমিকদের লেলিয়ে দিয়েছেন। সরকারের রাজস্ব কাউকে ফাঁকি দিতে দেয়া হবেনা বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।
সংবাদটি শেয়ার করুন।