প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরে ব্যবসায়ী-শ্রমিকদের অবরোধের নেপথ্যে

editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৪, ০৯:২৩ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার:

 

বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরে অন্যায়-অযৌক্তিক কারণে অবরোধ করেছেন ব্যবসায়ী-শ্রমিকরা। মঙ্গলবার বিকেলে বন্দর এলাকার ভিতরে প্রবেশ করে তারা বিক্ষোভ করেন। এ সময় প্রায় ঘন্টাব্যাপী পণ্য আমদানী-রফতানি বন্ধ ছিল।

 

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ভারতীয় কয়লা বোঝাই প্রতিটি ট্রাকে অতিরিক্ত ৩ টন পণ্য আমদানী করা হয়। এই অতিরিক্ত পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করান অসাধু কয়লা ব্যবসায়ীরা। এতে কাস্টমসের কিছু অসৎ কর্মচারীও জড়িত। অতিরিক্ত পণ্যের সরকার নির্ধারিত শুল্ক ভাগ-বাটায়োরা করে নেন ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা। এতে রাজস্ব বঞ্চিত হতো সরকার। কিন্তু সম্প্রতি নতুন সহকারি কাস্টমস কমিশনার মো: সোহানুর রহমান যোগদানের পর তিনি পুরনো দূর্নীতি বন্ধ করার উদ্যোগ নেন। তিনি অতিরিক্ত পন্যের শুল্ক না দিলে পণ্য খালাস বন্ধ করার ঘোষনা দেন। এ নিয়ে শেওলা স্থলবন্দরের ব্যবসায়ীরা বুধবার শ্রমিকদের লেলিয়ে দিয়ে বন্দর এলাকায় অবরোধ-বিক্ষোভ করান। ব্যবসায়ী-শ্রমিকদের অবরোধ চলাকালে বন্দরের সহকারি কমিশনার অবরুদ্ধ হয়ে পড়েন।

 

শেওলা স্থলবন্দরের সহকারি কাস্টমস কমিশনার মো: সোহানুর রহমান জানান, শুল্ক ফাঁকি দিতে না পেরে ব্যবসায়ীরা শ্রমিকদের লেলিয়ে দিয়েছেন। সরকারের রাজস্ব কাউকে ফাঁকি দিতে দেয়া হবেনা বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.