দোয়ারাবাজার সংবাদদাতা:
দোয়ারাবাজারে ১ হাজার কেজি (২০ বস্তা) ভারতীয় চিনিসহ ২জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মির্ধারপাড়া গ্রামের আমির হোসেন (৩০) ও একই গ্রামের রমজান আলী (২০)।
পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে জানা যায়, শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দোয়ারাবাজার থানার এসআই ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলা সদরের পশ্চিম নৈনগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পরিবহনকারী দুটি অটো টেম্পো থেকে ১হাজার কেজি (২০ বস্তা) ভারতীয় চিনিসহ উপরোক্ত দূই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি পরিবহণ করায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।