প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে চাচির কামড়ে প্রাণ গেল ভাতিজার

editor
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৪, ১২:১৯ অপরাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি :
দাউদকান্দি সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে গাছ লাগানোকে কেন্দ্র করে চাচির কামড়ে প্রাণ গেল ভাতিজা মো. সুমন। সুমন দশপাড়া গ্রামের মৃত শাহজালালের ছেলে। সে নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যার পর দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

গ্রামবাসী জানান, কলা গাছ লাগানোকে কেন্দ্র করে চাচি পারুলের সঙ্গে সুমনের তর্ক হয়। একপর্যায়ে চাচি পারুল সুমনের অন্ডকোষে কামড় দিলে, ঘটনাস্থলে সুমন মারা যায়। জনতা চাচা আলী মিয়া, ঘাতক চাচি পারুল আক্তার ও তার ছেলে চাচাত ভাই রাব্বিকে আটক করে রাখে পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এলাকাবাসী ঘটনাস্থল থেকে সুমনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সেনাবাহিনী সুমনের লাশ উদ্ধার করে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.