কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার রেললাইন থেকে ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে কোনো একসময় ট্রেনে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে পুরো শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
চেয়ারম্যান আরও জানান, শনিবার সকালে রেললাইনের পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে
সিলেট রেলওয়ে পুলিশের সদস্যরা ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
সংবাদটি শেয়ার করুন।